কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের তেলিগাংদিয়া বিলপাড়া এলাকার আঃ সামাদের ছেলে মো. আঃ কুদ্দুস মীর(৬৫) গত ০১/০৬/২০২৪ তারিখ বাড়ি থেকে লেবারের কাজ করার উদ্দেশ্য ঢাকায় যায়। পরে ঢাকায় পৌঁছে বড়িতে ফোন করে তার ঢাকায় পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেন।
এর পর গত ১২/০৬/২০২৪ তারিখ অজ্ঞাত ব্যক্তির মোবাইল ফোন থেকে বাড়ির লোকজন কে কল করে জানায় সে বাড়িতে ফিরে আসছে। এরপর কালক্ষেপণ হতে থাকে কিন্তু আঃ কুদ্দুস মীর(৬৫) আর বাড়িতে ফিরে আসেনা। পরবর্তী তার সাথে বাড়ির লোকজন অনেক যোগাযোগ করার চেষ্টা করলেও তার সাথে আর যোগাযোগ করতে পারেনি এবং সে আজ পর্যন্ত বাড়িতেও ফিরে আসেনি।
হারিয়ে যাওয়া আঃ কুদ্দুস মীর(৬৫) এর সমস্ত নিকট আত্মীয়-স্বজনের বাড়ি ও বিভিন্ন জায়গায় খোঁজখবর করে তাকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি।
এ বিষয়ে দৌলতপুর থানায় আঃ কুদ্দুস মীর(৬৫) এর পুত্রবধূ মোছা. বিউটি খাতুন শশুরের খোঁজে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
যদি কোন সহৃদয়বান ব্যক্তি আঃ কুদ্দুস মীর(৬৫) এর খোঁজ পেয়ে থাকেন তাহলে যোগাযোগ করুন এই নাম্বারে ০১৭২৫-২৯২৬৭৫