দৌলতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্রলীগের মানববন্ধন
প্রতিবাদ কর্মসূচিতে গুলি করার হুমকি দেওয়ার অভিযোগ এনে কুষ্টিয়ার দৌলতপুরে কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে মামনবন্ধন করেছে ছাত্রলীগ। রবিবার সকালে দৌলতপুর উপজেলা পরিষদ চত্ত্বর সংলগ্ন সড়কে দীর্ঘ এই কর্মসূচি হয়। এতে দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আমানউল্লাহ আমান বলেন, লেখাপড়ায় অতিরিক্ত অর্থ আদায়, নিয়োগ বাণিজ্যসহ নানা অনিয়মের প্রেক্ষিতে গেলো বুধবার দৌলতপুর উপজেলা শাখা ও কলেজ শাখা ছাত্রলীগ প্রতিবাদী হয়ে উঠলে তাদের গুলি করার হুমকি দেন দৌলতপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ছাদিকুজ্জামান সুমন। অধ্যক্ষের অস্ত্রের লাইসেন্স বাতিল করার দাবি জানান তিনি।
ছাত্রলীগের আহ্বান করা মানববন্ধনে সাধারণ শিক্ষার্থী-অভিভাবক সহ বীর মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।