দৌলতপুরে ছাত্রলীগ নেতাকর্মীদের গুলি করে হত্যার হুমকির প্রতিবাদে অধ্যক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুরে ছাত্রলীগ নেতাকর্মীদের গুলি করে হত্যার হুমকির প্রতিবাদে অধ্যক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুন) বিকেল ৩:৩০ মিনিটে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এই সংবাদ সম্মেলন করে দৌলতপুর উপজেলা ছাত্রলীগ।
সংবাদ সম্মেলনে দৌলতপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ ছাদিকুজ্জামান খাঁন সুমনের বৈধ অস্ত্রের লাইসেন্স বাতিল সহ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাকে গ্রেফতারের দাবি জানিয়েছে দৌলতপুর উপজেলা ছাত্রলীগ।
দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আমানউল্লাহ্ আমান লিখিত বক্তব্যে বলেন, আপনারা জানেন গত ৪ জুন দৌলতপুর কলেজের সাধারণ শিক্ষার্থীরা তাদের ভর্তি ফি এবং অনার্স কোর্সের ফরম পূরণের অতিরিক্ত খরচ কমানো, কলেজ ক্যাম্পাসে স্থায়ী ক্যান্টিন নির্মাণ এবং আগামী ৭ জুন ছয় দফা দিবস উপলক্ষে কলেজ ক্যাম্পাসে একটি প্রোগ্রাম করার অনুমতি সহ বেশ কয়েকটি দাবি উপস্থাপনের জন্য কলেজের অধ্যক্ষ ছাদিকুজ্জামান খান সুমনের সাথে সাক্ষাৎ করেন। এ সময় অধ্যক্ষ ছাদিকুজ্জামান খান সুমন শিক্ষার্থীদের অপমান করে এবং স্পষ্ট জানিয়ে দেয় দৌলতপুর কলেজ ক্যাম্পাসে কোন ছাত্রলীগের রাজনীতি চলবে না। এই কলেজ ক্যাম্পাসে তিনি যেটা বলবেন সেটাই শেষ কথা বলে শিক্ষার্থীদের গালাগালি এবং অপমান করে বের করে দেয়। পরদিন ৫ জুন বুধবার দৌলতপুর উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ কলেজ ছাত্রলীগের নেতা কর্মীসহ সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে তাদের দাবিগুলো আবারও পুনরায় বিবেচনা করার জন্য অধ্যক্ষ ছাদিকুজ্জামান খান সুমনকে অনুরোধ করেন। এ সময় অধ্যক্ষ ছাদিকুজ্জামান খান সুমন ক্ষিপ্ত হয়ে তার লাইসেন্সকৃত বৈধ অস্ত্র দিয়ে শিক্ষার্থীদের গুলি করতে যায়। এ ঘটনার প্রতিবাদে ছাত্রলীগের নেতাকর্মী সহ সাধারণ শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল বের করতে গেলে অধ্যক্ষ ছাদিকুজ্জামান খান সুমনের পোষা ক্যাডার রাজু, বিদ্যুৎ, ছোটন খা, জাফর ইকবাল এবং কলেজের সহকারী লাইব্রেরিয়ান মমিনুর রহমান মোহন তাদের কোমরে থাকা অবৈধ অস্ত্র বের করে শিক্ষার্থীদের গুলি করতে যায়। এ সময় ছাত্রলীগ নেতৃবৃন্দ সহ সাধারণ শিক্ষার্থীরা ভয়ে দিক বেদিক ছোটাছুটি করতে থাকে। প্রিন্সিপাল সুমন কর্তৃক তার বৈধ অস্ত্র দিয়ে গুলি করতে যাওয়ার ঘটনা নতুন নয়। ওই কলেজেরই ভূগোল বিষয়ের প্রদর্শক জহরুল আলমকে তার অস্ত্র দিয়ে গুলি করতে গিয়েছিলেন। এ ঘটনায় জহরুল আলম বাদী হয়ে দৌলতপুর থানা একটি সাধারণ ডায়েরিও করেছিলেন। তাই আমরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কুষ্টিয়ার রূপকার মাহাবুল আলম হানিফ সহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানাচ্ছি, এই ছাদিকুজ্জামান খাঁন সুমনের বৈধ অস্ত্রের লাইসেন্স বাতিল সহ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাকে গ্রেফতারের জোর দাবি জানাচ্ছি । এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, সহ-সভাপতি সোহেল রানা, রাকিবুল ইসলাম বিজয়, সাংগঠনিক বিল্লাল হোসেন সঞ্চয়, দৌলতপুর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নান্টু মিয়া, সাধারণ সম্পাদক আরিফুর রহমান লিয়ন সহ উপজেলা ও কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং দৌলতপুরে কর্মরত গণমাধ্যম কর্মীরা।