ঢাকাবৃহস্পতিবার , ২ মে ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কৃষি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. দেশজুড়ে
  11. ধর্ম
  12. নারী ও শিশু
  13. পজিটিভ বাংলাদেশ
  14. প্রবাস
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

Rinku
মে ২, ২০২৪ ১১:৫৬ অপরাহ্ণ
Link Copied!

উপজেলা পরিষদ নির্বাচনে দৌলতপুরে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

 

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

 

 

 

বৃহস্পতিবার (২ মে) রিটার্নিং কর্মকর্তা দৌলতপুর উপজেলার চেয়ারম্যান পদে ২ জনসহ ৭ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেন। এরমধ্যে ভাইস চেয়ারম্যান পদে ৩ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

 

 

 

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, কুষ্টিয়া ও উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন ২০২৪ এর রিটার্নিং কর্মকর্তা আব্দুল ওয়াদুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

 

 

 

দৌলতপুর উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়াম্যান পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন।

 

 

 

চেয়ারম্যান পদে প্রার্থীরা হলো দৌলতপুর উপজেলা যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরী (আনারস), মোঃ আনিসুর রহমান (ঘোড়া)।

 

 

 

ভাইস চেয়ারম্যান (পুরুষ) সাক্কীর আহমেদ (উড়োজাহাজ), মোঃ কামরুজ্জামান (টিউবওয়েল), মোহাঃ জাহেরুল ইসলাম (তালা)।

 

 

 

ভাইস চেয়ারম্যান (মহিলা) মোছাঃ ইকফাত আরা জলি (কলস) সোনালী খাতুন (হাস),মারুফা ইয়াসিন (ফুটবল) ও ফারজিয়ানা খাতুন (পদ্ম ফুল)।

 

দ্বিতীয় ধাপের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ২১ এপ্রিল, মনোনয়নপত্র বাছাই ২৩ এপ্রিল, আপিল গ্রহণ ২৪-২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ থেকে ২৯ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২ মে

। আর ভোটগ্রহণ হবে ২১ মে।