ঢাকারবিবার , ৫ মে ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কৃষি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. দেশজুড়ে
  11. ধর্ম
  12. নারী ও শিশু
  13. পজিটিভ বাংলাদেশ
  14. প্রবাস
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুর উপজেলার বাগোয়ানে মাডার মামলা মীমাংসার জন্য বাদী পক্ষদের ১৫০ পিলি পানের বড়জে আগুন।

Rinku
মে ৫, ২০২৪ ৫:৩৮ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়া দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়ান এর বাগুয়ান
মধ্যপাড়া হাসিব,রুস্তম, বাচ্চু, সোহাগ, নমাজ সোহরাব পূর্ব শত্রুতার চলিয়া আসিতেছে যার কারণে আসামিরা বাদিপক্ষদের বিভিন্ন ভাবে খুনজখম ও জানমালের ক্ষয়ক্ষতি করার ষড়যন্ত্র করিতে থাকে, বাগোয়ান ডিপের মাঠে রাজিব এর ১৫০ পিলি এবং আফিরুল ইসলাম ২০০ পিলি পান বরজ করিয়াছে, ই; ০৪/০৫/২০২৪ সন্ধ্যা আনুমানিক ০৭,০০ ঘটিকার সময় আসামীরা রাজিব এর পান বরজের পশ্চিম পাশে বেড়ায় আগুন জালাইয়া দেয়, তখন মাঠে অবস্থানরত, সিরাজ ও শফিকুল আরো অনেকে পান বরজে জ্বলন্ত আগুন টের পাইয়া আগাইয়া আসিলে টচ লাইটের আলোতে আসামীদের আগুন জ্বালাইয়া দিয়া দৌড়ে পালাইয়া যাইতে দেখে চিনতে পারে, মাঠে অস্হানরত সিরাজ ও শফিকুল, দেখা সাক্ষীর নিকট ঘটনা জানিতে পারিয়া রাজিব সঙ্গীয় আফিরুল পান বরজে গিয়ে দেখে রাজিব এর ১২০ পিলি পান যাহার মূল্য আনুমান, ২ লাখ ৫০ হাজার টাকা এবং আফিরুল ইসলাম এর ২০পিলি পান যাহার মূল্য ৫০ হাজার টাকার পান আগুনে জ্বালাইয়া দিয়া ক্ষতিসাধন করিয়াছে, আসামিরা পরস্পর যোগসাজস করিয়া রাজিবের ও আফিরুল ইসলাম এর পান বরজে আগুন জ্বালাইয়া দিয়া আনুমানিক ৩ লক্ষ টাকা প্রতি সাধন করিয়াছে , এবং আসামিপক্ষরা তাদের বিভিন্নভাবে মোবাইল ফোনে বিভিন্ন মাধ্যমে, মৃতঃ বাটুল পিতা বীর মুক্তিযোদ্ধা ইস মাইল হোসেন এর মার্ডার মামলা মীমাংসা করার জন্য বিভিন্নভাবে চাপ দিয়া আসিতেছে,, এ বিষয়ে বাদী পক্ষরা তাদের জানমাল ও জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে, বাদী কুষ্টিয়া জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ন্যায় বিচারের দাবি করছে।