দৌলতপুর উপজেলা ছাত্রলীগের নতুন অফিস উদ্বোধন
বাংলাদেশ ছাত্রলীগ দৌলতপুর উপজেলা শাখার দলীয় অফিস উদ্বোধন করা হয়েছে। সোমবার দৌলতপুর উপজেলার আল্লারদর্গায় হাইস্কুল মার্কেটে বাংলাদেশ ছাত্রলীগ দৌলতপুর উপজেলা শাখার নতুন নিজস্ব দলীয় অফিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি আমানুল্লাহ আমান সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিপ্লব মাহমুদ সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরী, উপজেলা আওয়ামী যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী লোটন,জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মামুন কবিরাজ, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বখতিয়ার রহমান বাচ্চু,সাবেক ছাত্রনেতা বিপুল রহমান, সাবেক আব্দুল মজিদ, বোয়ালিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আমিদুর কবীর রিপন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি তানিম,সহিদ রানা, সোহেল রানা,রাকিবুল ইসলাম বিজয়, যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহফুজ হোসেন, দপ্তর সম্পাদক আবির হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম পিকলু,কলেজ ছাত্রলীগের সভাপতি নান্টু মিয়া, সদস্য বিপ্লব আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন আলা, সাজদার হোসেন, শহিদুল ইসলাম, আমিন লস্কর, আবু মূসা আনছারী পিন্টু, আতিয়ার রহমান, সোহেল রানা ওরশ কবিরাজ,জাতীয় শ্রমিক লীগ দৌলতপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন প্রমুখ। পরে কেক কাটা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।