দৌলতপুর পিয়ারপুর ইউনিয়নে আনারস প্রতীকের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়
রবিবার (৫ মে ২০২৪) কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনারস প্রতীকের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সাবেক ছাত্রনেতা তোহিদুল ইসলাম রুবেল এর সঞ্চালনায় পিয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম পাপ্পুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন ষষ্ঠ দৌলতপুর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী আনারস প্রতীকের বুলবুল আহমেদ টোকেন চৌধুরী, বিশেষ অতিথি পিয়ারপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ও পিয়ারপুর ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা বুলবুল, আওয়ামী লীগ নেতা গোলাম মাহমুদ (গামা), কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ ,সাবেক ছাত্রনেতা ফজলুল হক ফজল, আতিয়ার রহমান, পানজু মেম্বার, আক্তারুজ্জামান রিপন, আলী আকবর মাষ্টার,মনিরুজ্জামান লাল্টু, নুর আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।