কুষ্টিয়া জেলা দৌলতপুর উপজেলায় কমছে না গরম।বর্তমান দৌলতপুর উপজেলায় তাপমাত্রা ৪১ ডিগ্রী সেলসিয়াসে পৌঁছেছে। যার ফলে দৌলতপুর উপজেলায় সকল শ্রেণী পেশার মানুষ অনেক কষ্টে জীবনযাপন করছেন। খুব প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হচ্ছেন না, তবে জীবন ও জীবিকার জন্য অনেক কষ্টে গরম অপেক্ষা করে সাধারণ মানুষকে বাইরে বের হতে হচ্ছে। এই প্রচন্ড গরমে সাধারণ মানুষের একটু স্বস্তির জন্য ও মহান আল্লাহতালার সন্তুষ্টির জন্য হোসেনাবাদ ফুটবল একাডেমির কর্তৃক আয়োজিত মোন্নাফ মন্ডলের নেতৃত্বে হোসেনাবাদ বাজার এস বি সুপার ডিলাক্স বাস কাউন্টারের সামনে দুপুর ১২ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত প্রায় ১২০০ জন সাধারণ মানুষকে পান করানো হয়েছে বিশুদ্ধ ঠান্ডা শরবত। এতে খুশি সাধারণ জনতা,
তাদের এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় ও সম্মানজনক সিদ্ধান্ত। এর ফলে আরো সহৃদয়বান মানুষ এতে অনুপ্রাণিত হয়ে মানুষের সেবায় আত্মনিয়োগ করবেন বলে সুধীমহল মনে করছেন।