ঢাকারবিবার , ৩০ জুন ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কৃষি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. দেশজুড়ে
  11. ধর্ম
  12. নারী ও শিশু
  13. পজিটিভ বাংলাদেশ
  14. প্রবাস
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

পরীক্ষায় অনিয়ম রুখতে তৎপর প্রশাসন

Rinku
জুন ৩০, ২০২৪ ১১:৩৬ অপরাহ্ণ
Link Copied!

পরীক্ষায় অনিয়ম রুখতে তৎপর প্রশাসন

সারাদেশের মতো কুষ্টিয়ার দৌলতপুরেও যথারীতি শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। প্রথম দিনেই অনিয়মের প্রমাণে অব্যাহতি দেয়া হয়েছে চার কক্ষ পরিদর্শক শিক্ষককে। কিছু কিছু কেন্দ্রে পরীক্ষার্থীদের মধ্যে বিশৃঙ্খলা মিলেছে। ও নকল করার তথ্যও

রোববার সকালে পরীক্ষা শুরুর কিছুক্ষণ পরেই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ওবায়দুল্লাহ স্থানীয় দৌলতপুর গার্লস ডিগ্রি কলেজ কেন্দ্রে বিএম শাখার পরীক্ষার্থীদের কক্ষে দায়িত্বরত অবস্থায় চার কক্ষ পরিদর্শকের কাছে নিয়মবহির্ভূত ভাবে মোবাইল ফোন পাওয়া যাওয়ায় তাদের অব্যাহতি দেন। স্থানীয় নুরুজ্জামান বিশ্বাস ডিগ্রি কলেজের এক, আহসান নগর বিএম কলেজের দুই এবং নাসির উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের এক শিক্ষককে অব্যাহতি দিয়েছেন মো: ওবায়দুল্লাহ, যারা এই মৌসুমের এইচএসসি ও সমমান পরীক্ষায় আর দায়িত্ব পাবেন না।

সরেজমিনে দেখা যায়, দৌলতপুর গার্লস ডিগ্রি কলেজ কেন্দ্রে বেশকিছু শিক্ষার্থী দেখে লেখার চেষ্টা করছে। কিছু বহিরাগতদেরও প্রবেশের চেষ্টা করতে দেখা যায় কলেজ ক্যাম্পাসের অভ্যন্তরে।

দৌলতপুরে বিভিন্ন কেন্দ্রে মূলত কারিগরি ও বিএম বিভাগের শিক্ষার্থীদের মধ্যে নকলের চেষ্টা করার প্রবণতা দেখা যায়।

দৌলতপুর গার্লস ডিগ্রি কলেজের অধ্যক্ষ কেন্দ্রটির সচিব রেজাউল করিম বলেন, মাইকিং করে ও লিখিত নোটিশে জানানো সত্বেও কয়েকজন শিক্ষক মোবাইল ফোন সাথে রেখে ছিলেন, ইউএনও স্যার সকাল সাড়ে দশটার দিকে এবিষয়ে ব্যবস্থা নেন।

উপজেলার ছয়টি কেন্দ্রে এবছর পরীক্ষায় বসেছে ৩ হাজার ৩৩ জন নারী-পুরুষ শিক্ষার্থী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উপজেলা শিক্ষা কর্মকর্তা শফিউল ইসলামকে বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে দেখা যায়।তারা জানান, নিয়মিত কেন্দ্র পরিদর্শনের মাধ্যমে সুষ্ঠু ভাবে ও শান্তিপূর্ণ পরিবেশে কোনো অনিয়ম ছাড়াই এইচএসসি ও সমমানের এই পরীক্ষা সম্পন্ন করা হবে।দেশে এবছর ১১টি শিক্ষা বোর্ডে ১৪ লাখ ৫০ হাজার ৭শ’ ৯০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে।