মিরপুরে ফুটপাতে জমে উঠেছে কাপড়ের ব্যবসা
এরই মধ্যে সারা দেশের মতো মিরপুর ১এ ও সাধারণ মানুষের জামা কাপড় কেনাকাটার জনপ্রিয় মার্কেট ফুটপাতে জমে উঠেছে কাপড়ের ব্যবসা।
সরেজমিনে, মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দিনব্যাপী ঢাকার মিরপুর ১এ ফুটপাত মার্কেট নামে পরিচিত প্রধান সড়কের দুই পাশ, বাজারসহ বেশ কিছু এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টের সড়ক ও মহাসড়কে পাশে ভাসমান ফুটপাতের ক্ষুদ্র ও মাঝারি কাপড়ের দোকানদারের সঙ্গে কথা বলে জানা গেছে, ইতিমধ্যে মিরপুরে শিল্পাঞ্চলের অধিকাংশ শিল্প কারখানায় শ্রমিকদের মাঝে বাড়ি যাওয়ার পূর্বে শ্রমিক শ্রেণির মানুষেরা হুমড়ি খেয়ে ফুটপাতের দোকান গুলোতে ভিড় করছেন।
মিরপুর এলাকায় দীর্ঘ কয়েক বছর যাবত ফুটপাতে জামা কাপড় বেচাকেনা করেন। মো: মিঠু নামে এক ব্যবসায়ী দৈনিক বাংলার বিবরণ কথা হয় তার সাথে। এ সময়ে তিনি জানান, দেশে আন্দোলনের কারণে ব্যবসা অনেকটা সমস্যা হয়েছে আমাদের। বর্তমান ব্যবসায় ঠিকমতো কাস্টমারদের কেনাবেচা কম দেখা যাচ্ছে।তিনি আরও বলেন তিনি আরো বলেন কিছুদিনের মধ্যেই আমাদের ব্যবসা ভালো হবে আশা করি।