ঢাকাশুক্রবার , ৩০ আগস্ট ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কৃষি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. দেশজুড়ে
  11. ধর্ম
  12. নারী ও শিশু
  13. পজিটিভ বাংলাদেশ
  14. প্রবাস
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

“সিক্ত বাংলাদেশের ও কুষ্টিয়া, মেহেরপুর জেলা রোভারের যৌথ উদ্যোগে বন্যা দুর্গতদের মাঝে খাদ্য ও ঔষধ সামগ্রি বিতরণ”

Rinku
আগস্ট ৩০, ২০২৪ ৭:১২ অপরাহ্ণ
Link Copied!

“সিক্ত বাংলাদেশের ও কুষ্টিয়া, মেহেরপুর জেলা রোভারের যৌথ উদ্যোগে বন্যা দুর্গতদের মাঝে খাদ্য ও ঔষধ সামগ্রি বিতরণ”

বর্তমান বন্যার পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। দেশের বিভিন্ন অংশে ব্যাপকভাবে বৃষ্টিপাত এবং নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় লক্ষাধিক পরিবার দুর্ভোগের শিকার হয়েছে। ফেনী, নোয়াখালী, কুমিল্লা, খাগড়াছড়ি ও লক্ষীপুর জেলা তীব্রভাবে বন্যার কবলে পড়ে, ফলে মানুষের জীবনযাত্রা মারাত্মকভাবে বিপর্যস্ত হয়েছে।

এই প্রেক্ষাপটে, সিক্ত বাংলাদেশ এবং বাংলাদেশ স্কাউটস কুষ্টিয়া জেলা রোভার ও মেহেরপুর জেলা রোভার-এর যৌথ উদ্যোগে গত দুই দিন ব্যাপী ১ হাজার পরিবারের জন্য খাদ্য ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে। ত্রাণ কার্যক্রমের আওতায় লক্ষীপুর জেলার সদর ও রায়পুর উপজেলার প্রত্যন্ত গ্রামগুলোতে এই সাহায্য প্রদান করা হয়।

ত্রাণ বিতরণে অন্তর্ভুক্ত ছিল খাদ্য সামগ্রী ও প্রয়োজনীয় ঔষধ, যা বন্যার কারণে ক্ষতিগ্রস্ত মানুষের মৌলিক প্রয়োজনীয়তা পূরণে সহায়ক হবে। এই উদ্যোগ প্রাপ্ত ত্রাণ সামগ্রী দুর্গত মানুষের জন্য একটি প্রাথমিক সহায়তা হিসেবে কাজ করবে এবং তাদের দুর্ভোগ কিছুটা লাঘব করবে বলে আশা করা হচ্ছে।