হাজার হাজার মানুষের ভালোবাসায় সিক্ত হলেন ।
মিরপুরে হীরক জোয়ারদারের জানাজা অনুষ্ঠিত।
মিরপুর প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুর পৌর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ও দৈনিক সাগরখালী পত্রিকার ক্রিড়া সম্পাদক হীরক জোয়ার্দ্দার হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে (৪০) ভোর ৪:৪৫ মিনিটের সময় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ ও মিরপুর প্রেসক্লাবের সাবেক ক্রীড়া সম্পাদক ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল সোমবার ভোরে সুলতানপুরস্থ নিজ বাড়িতে বাথরুম পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্ত্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ সে সুলতানপুর মহল্লার মৃত আবুল হোসেন জোয়ার্দ্দারের ছেলে এবং উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার ও জোলা পরিষদের সদস্য আলহাজ্ব মহাম্মদ আলী জোয়ার্দ্দারের ছোট ভাই। দুপুরে সুলতানপুর কবরস্থানে জানাযা শেষে তাকে দাফন করা হয়।
এ কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য কামারুল আরেফিন, কুষ্টিয়া নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ এস এম মুসতানজীদ লোটাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আব্দুল হালিম, পৌর মেয়র হাজী এনামুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনরুজ্জামান বিশ্বাস মজনু , পোড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুকুজ্জামান জন,মালিহাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকরাম হোসেন, বহলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক বাবলু, বারুইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মন্টু, আমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এক্লেমুর রেজা জোয়ারদার সাবান, আমবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম মুকুল, তালবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান, ধুবইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান মামুন, ফুলবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রহমত আলী রব্বান, চিথলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন পিস্তল, ফুলবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী আব্দুস সালাম, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক খন্দকার সাদাতুল আলম পলাশ, সাবেক জাতীয় দলের ফুটবলার আরাফাত আলী রনি, ,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
তার মৃত্যুতে কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য কামারুল আরেফিন, প্রেসক্লাবের সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমনসহ বিভিন্ন নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় মিরপুর প্রেসক্লাবে হীরক জোয়ার্দ্দারের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।